গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগন উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্লান ফর ফোরটিন উপজেলাস শীর্ষক প্রকল্পের আওতায় প্যাকেজ-১ এর প্রকল্প এলাকা শিবচর উপজেলায় প্যাকেজ-০১ এর পরামর্শক প্রতিষ্ঠান দেশ উপদেশ লিঃ ইন এসোসিয়েশন উইথ আইমা ইন্টারন্যাশনাল বিডি লিঃ এন্ড টেকনিক্যাল সাপোর্ট সার্ভিসেস লিঃ কর্তৃক Participatory Rapid Appraisal (PRA) মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। উক্ত Participatory Rapid Appraisal (PRA) সেশনে বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ অলি উল্লাহ খালাসী, PRA Expart মোঃ জাহিদুল ইসলাম, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি জনাব মোঃ মিনার হোসেন সরকার, এলাকার শিক্ষক, ইমাম, কৃষক, শ্রমীক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস